- আপনি যদি মেধাবী হোন তাহলে দূর্ঘটনায় মারা যাওয়ার সম্ভাবনা আছে। পত্রিকায় তো প্রায়ই দেখা যায় অমুক মেধাবী ছাত্র সড়ক দূর্ঘনায় নিহত। কখনো লেখে না অমুক খারাপ ছাত্র দুর্ঘটনায় নিহত।
- মেধাবী খেতাব পেলে স্কুল পালাতে অসুবিধা হবে কারণ তখন আপনাকে সকল স্যারই চিনে ফেলবে। আপনি লাস্ট বেঞ্চে বসে ক্লাস অফ ক্লান খেলতে কিংবা ফেসবুকিং করতে পারবেন না। কারণ স্যারের স্পেশাল নজরদারিতে থাকবেন।
- স্যার ধরেই নেবে কেউ না পারলেও আপনি পারবেন তাই বার বার আপনাকে দাঁড়িয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে।
- ভাল ছাত্ররা কখনো ফেল করে না তাই তারা কখনো জুনিয়র ব্যাচের আগুন সুন্দরীদের সাথে একই হলে বসে পরীক্ষা দিতে পারে না। এ সৌভাগ্য কেবল খারাপ ছাত্রদেরই হয়।
- আপনি কিছু না পারলে কেউ খোঁচা দিয়ে বলতে পারবে না ‘স্যারদের তেল মেরে সিজিপিএ পাওয়া যায় ভালো ছাত্র হওয়া যায় না’।
- সবশেষ কথা মেধাবী হলে জাতি আপনার থেকে অনেক কিছু আশা করবে আর মেধাবী না হলে কেবল জনসংখ্যা যা বিয়ে করলেই ল্যাটা চুকে যায়।
রাজীব নন্দী
No comments:
Post a Comment