Tuesday, May 15, 2018

ফেসবুক বলদ

একজন ইনবক্স করল, BFF লিখে কমেন্ট করুন। যদি লেখাটা সবুজ হয় তাহলে বুঝবেন আপনার আইডি নিরাপদ আর যদি না হয় তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন।
: আমি রিপ্লাই দিলাম, আমার প্রোফাইল পিকচারের কোথাও কি বলদ লেখা আছে?
- না।
: আপনার কি তবে মনে হয়েছে আমি পাবনার হেমায়েতপুর থেকে পালিয়ে এসেছি?
- না।
: কোনো কারণে কি মনে হয়েছে প্রেমে ছ্যাঁকা খেয়েছি, যা বলবেন সেটাই সান্ত্বনা হিসেবে মেনে নেবো?
- না।

তাহলে ইনবক্সে এইসব ভূয়া জিনিস পাঠাইলেন কেন?
আরে ভাই, সবাই পোস্ট দিচ্ছে তাই ভাবলাম আমিও জানাই।
বাঙালি যে কতোটা হুজুগে জাতি সেটা ফেসবুক না থাকলে দেখার সৌভাগ্য হতো না। এইসব হুজুগে বাঙালিরাই ভূয়া খবরের ভিত্তিতে এখানে সেখানে গিয়ে হামলা চালাতে বা কারো গলায় ছুরি বসাতে দুইবার ভাবে না।

No comments:

Post a Comment